একাদশ শ্রেণির বর্ষ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২ আগস্ট ২০২৫ শনিবার।
হলভর্তি অভিভাবকগণ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কল্যাণ কামনায় নানামুখী পরামর্শ দিয়েছেন। উপস্থিত কয়েকজন শিক্ষার্থীও নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে তাদের পড়াশোনার গতি বাড়িয়ে আগামীতে উন্নততর ফলাফলের অঙ্গীকার করেছে।
শ্রেণি-শিক্ষকগণ শিক্ষার্থীদের সমস্যাসমূহ চিহ্নিত করে পরবর্তী করণীয় সম্পর্কে বিশেষ করে ক্লাসে আরো মনোযোগী হওয়া ও নিজনিজ দুর্বল বিষয়গুলো নিয়ে সরাসরি শিক্ষকদের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ দিয়েছেন।
শিক্ষার মানোন্নয়নে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের নিয়মিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকদের ত্রিমুখী চেষ্টায় আগামীতে একটি ইতিবাচক ফলাফল করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত অভিভাবকগণ।
অধ্যক্ষ প্রফেসর মো. ছালাহ্ উদ্দীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে শ্রেণিপাঠ কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত থাকার বিষয়ে অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন।
কমিটির আহ্বায়ক ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক জনাব মোঃ মোজাম্মেল হক এবং সদস্য জনাব ইংরেজি বিষয়ের শিক্ষক জনাব রিতা সরকারের নিরলস শ্রম ও আন্তরিকতায় এমন একটি সভা অধিকতর সার্থকতা পেয়েছে।